• পাওনা টাকা আদায়ে পোষ্যকে লেলিয়ে দিয়ে যুবকের উপর ‘হামলা’, রায়গঞ্জে চাঞ্চল্য
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৫
  • পাওনা টাকা ফেরত দেওয়ার নামে বাড়িতে ডেকে বেধড়ক মারধর। লেলিয়ে দেওয়া হলো পোষ্য কুকুরকেও। আক্রান্ত যুবক দেবদ্যুতি রায় দ্বারস্থ হলেন পুলিশের। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। অভিযুক্ত যুবক রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ‘ঘনিষ্ঠ’ বলেও দাবি স্থানীয়দের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। 

    জানা গিয়েছে, দেবদ্যুতি রায়ের বাড়ি রায়গঞ্জ শহরের বন্দর এলাকায়। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিযোগ, গত বছর দুর্গাপুজোর আগে তাঁর কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেয় মিলনপাড়ার বাসিন্দা বিশ্বদীপ ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় একজন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ বিশ্বদীপের পোষ্য কুকুর কেনা-বেচার ব্যবসাও রয়েছে। 

    আক্রান্ত যুবক দেবদ্যুতি জানান, তাঁর পাওনা মোট ৬ হাজার টাকার মধ্যে ১০০০ টাকা দেয় অভিযুক্ত যুবক। বাকি টাকা চাইলে বুধবার নিজের বাড়িতে ডাকে। সেই মতো দেবদ্যুতি এক বন্ধুকে নিয়ে তাঁর বাড়ি গেলে ঘরে ডেকে মারধর করা হয়। দুটি কুকুরের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়েন দেবদ্যুতি।

    ঘটনা দেখে ছুটে আসে এলাকার বাসিন্দারা। এই দৃশ্য নিজেদের মোবাইল বন্দি করে পথ চলতি বেশ কয়েকজন মানুষও। যা পরবর্তীতে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কোনওক্রমে আক্রান্ত ওই যুবককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করান আক্রান্ত যুবক। প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নেওয়ার পর রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দেবদ্যুতি। 

    অভিযোগ দায়ের হতেই ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন বিশ্বদীপ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এ বিষয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, ‘তৃণমূল কংগ্রেস দল এই ধরনের কাজকে কখনই প্রশ্রয় দেয় না। যে বা যাঁরা এই কাজ করেছে প্রশাসন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।’

    আক্রান্ত দেবদ্যুতি বলেন, ‘ওঁর পোষ্য দুটি কুকুরকে আমার উপর ছেড়ে দেয়। ওদের আক্রমণে আমি মাটিতে পড়ে যাই। তার পরেও আমায় মারধর করে। আমি চাই ওঁর শাস্তি হোক। এভাবে কেউ পশুদের দিয়ে কামড় খাওয়ায় না, ও সমাজে বসবাসের যোগ্য নয়।’ এই ঘটনায় তীব্র নিন্দা করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘মধ্যযুগীয় বর্বরতা। সাধারণ মানুষের উপরে মাফিয়া রাজ কায়েম করার চেষ্টা চালানো হচ্ছে। খুবই নিন্দনীয় ঘটনা।’

  • Link to this news (এই সময়)