আজকাল ওয়েবডেস্ক: বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনস্টিটিউশনের (আইসিআই) সামনে বুধবার বাম যুব ও ছাত্র সংগঠনের বিক্ষোভ চলাকালীন ওই স্কুলের এক অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ উঠল বাম নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বাম নেতৃত্বের তরফ থেকে ওই অশিক্ষক কর্মীকে চড় থাপ্পড়ও মারা হয়। এর পাশাপাশি ওই স্কুলের একাধিক শিক্ষক, অশিক্ষক কর্মী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে বাম নেতৃত্বের বিরুদ্ধে।
নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য ‘অতিরিক্ত’ টাকা নেওয়ার অভিযোগ ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে আইসিআই স্কুল। বাম নেতৃত্বের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সরকার নির্ধারিত ২৪০ টাকার পরিবর্তে ওই স্কুল কর্তৃপক্ষ জোর করে ছাত্র–ছাত্রীদের কাছ থেকে প্রায় ১২০০ টাকা ‘ফি’ আদায় করছে।
এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ওই স্কুলে একটি ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে যায়। কয়েকজন শিক্ষক বিক্ষোভরত বাম সমর্থক ছাত্রছাত্রীদেরকে জোর করে স্কুল থেকে বার করে দেয়। সেই সময় কয়েকজন মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগও ওঠে।
মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে আইসিআই স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে বাম নেতৃত্ব। বিক্ষোভ চলাকালীন স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা যখন ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন সেই সময় কয়েকজন বাম কর্মী সমর্থক এক অশিক্ষক কর্মীকে ঘিরে ধরেন এবং চড় থাপ্পড় মারেন বলে অভিযোগ। তাঁকে সকলের সামনে কান ধরতেও বাধ্য করা হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশীষ মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের বিদ্যুতের বিল, কম্পিউটার শিক্ষা, নিরাপত্তারক্ষী মোতায়েন–সহ আরও কয়েকটি খাতে সরকার থেকে টাকা পাওয়া যায় না। সেই কারণে সরকার নির্ধারিতের ‘ফি’র বাইরেও ছাত্র–ছাত্রীদের কাছ থেকে কিছু অতিরিক্ত টাকা ভর্তির সময় নেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্র–ছাত্রীদের আর্থিক সঙ্গতি নেই তাদেরকে এই টাকা দিতে হয়নি। স্কুলে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ওই রাজনৈতিক দলের নেতারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।’ তিনি অভিযোগ করেন, ‘গতকাল ওই রাজনৈতিক দলের সদস্যরা স্কুলে ঢুকে কয়েকজন শিক্ষককে লাঠি দিয়ে মারধর করেন। বুধবার সকালে যখন শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা স্কুলে আসছিলেন সেই সময় ওই রাজনৈতিক দলের তরফ থেকে বেশ কয়েকজনকে ধাক্কাধাক্কি করা হয়। এমনকি আমার মোটরসাইকেলের চাবিও খুলে নেওয়ার চেষ্টা করা হয়।’
যদিও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার বা কাউকে কান ধরতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেছেন ডিওয়াইএফআই–এর জেলা সম্পাদক সন্দীপন দাস। তিনি বলেন, ‘বিক্ষোভের সময় আমি ওখানেই ছিলাম। কাউকে কান ধরতে বাধ্য করার কোনও ঘটনা ঘটেনি। আমরাই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের স্কুলে ঢুকতে সাহায্য করেছি।’