কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...
আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কোচবিহারে এলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা সারা বছর নানা অনুষ্ঠান করে। তারই সমাপ্তি অনুষ্ঠানে কোচবিহারে আসেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল। এদিন ওই অনুষ্ঠানে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় রোড শো অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন তিনি।
জানা গিয়েছে, কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের হাত ধরে জেলা ক্রীড়া সংস্থার সূচনা হয়েছিল। তার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কোচবিহার স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত-সহ জেলার ক্রীড়া প্রেমীরা।
এদিন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল জানান, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আমার এখানে আসা। এই জেলার খুদে ক্রিকেটারদের কোচিং করানোর জন্য আসবেন বলে আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই প্রথম ভারতের বিশ্বকাপ জয়। তাও বিদেশের মাটিতে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সন্দীপ পাতিল। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিলেন কপিল, অমরনাথ, পাতিল, মদনলালরা।