চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা
আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের লোকালয়ে হাতির তাণ্ডব।ডুয়ার্স-এর জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে আসে চারটি হাতির একটি দল।ডোব্বরহাট এলাকায় এক বাড়ির ঘর ভেঙে দু'বস্তা ধান খেয়ে নেয় হাতির দলটি। বুধবার সকালে দক্ষিণ ও উত্তর কামসিং ও শালবাড়ি এলাকায় দাপিয়ে বেড়ায় দলের সবকটি হাতি। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। মথুরা চা বাগানে হাতি ঢুকে গেলে কাজ ছেড়ে পালান চা শ্রমিকরা। পন্ড হয়ে যায় চা বাগানের কাজ।
ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছন। হাতিদের ফের তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন তাঁরা। কিন্তু দীর্ঘক্ষন ধরে হাতির পাল রয়ে যায় মথুরা চা বাগানে। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন,খবর পাওয়ার পরেই হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু হয়।গ্রামবাসীদের সতর্ক থাকতে মাইকিংও করা হয়েছে।
চা শ্রমিক রিনা টপ্পো জানান, আমরা সকালে বাগানে কাজ করতে আসি। কিম্তু দেখতে পেলাম বাগানে হাতির দল আসছে ভয়ে কাজ বাদ দিয়ে পালিয়ে গেছিলাম। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি বাগানে এভাবে হাতি ঢুকে পড়ার জন্য। শেষপর্যন্ত সন্ধ্যেয় গোটা দলটিকেই জঙ্গলে ফেরাতে সমর্থ হন বনকর্মীরা। যদিও এর আগেও অনেকবার জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে ঢুকে পড়েছে হাতিরা। তাদের সামনে পড়ে যাওয়ার জন্য অনেকসময় প্রাণহানির ঘটনাও ঘটেছে। আবার তাড়া করে মানুষকে আক্রমণ করেছে এই উদাহরণও আছে।