শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, নিরাপত্তায় মুড়ছে মেলা প্রাঙ্গন, কী কী পদক্ষেপ নিচ্ছে রেল...
আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু গঙ্গাসাগর মেলা। মেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে এবং শেষ হবে ১৭ জানুয়ারি। শিয়ালদহ ডিভিসন থেকে এ নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিয়ালদহ ডিআরএম শ্রী দীপক নিগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই কয়েকদিনের জন্য প্রচুর পরিমাণে ট্রেন চালানো হবে যাতে পূ্ণ্যার্থীদের কোনও অসুবিধে না হয়।
স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদহ ছাড়াও প্রিন্সেপ ঘাট, নামখানা, কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর সহ অনেক জায়গা থেকেই। মেলার কয়েকদিন শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত প্রায় ১০২টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। যাত্রীসুরক্ষার বিষয়টি মাথায় রেখে মহিলা কামরায় মোতায়েন করা থাকবে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। কাকদ্বীপ এবং নামখানায় রেলের টিকিট কাউন্টার খোলা থাকবে নির্দিষ্ট সময়ের বাইরেও। থাকবে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থাও।
সরকারি তরফে জানানো হয়েছে, যাতে স্বাস্থ্য সচেতনতা মেলায় সকলে মেনে চলেন, তাঁর জন্য থাকছে বিশেষ মেডিক্যাল টিম। শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ এবং নামখানা সব স্টেশনেই থাকবে যথেষ্ট পরিমাণে নার্স। থাকবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনীও। থা>কছে বায়ো টয়লেট। যাতে জঙ্গি হানা না হয় তায় পুরো এলাকা মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি দিয়ে। বসছে মে আই হেল্প ইউ বুথ। থাকবে পুলিশ অ্যাসিস্টেন্স বুথ। যাত্রী নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে রেল।