• ছোট আঙারিয়ায় ‘লাল সন্ত্রাস’ এখন অতীত মমতার বাড়ি পেয়ে মুগ্ধ গ্রামবাসীরা
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • রাজদীপ গোস্বামী, ছোট আঙারিয়া: সিপিএম নেতাদের মাতব্বরি, চোখরাঙানি এখন অতীত। তবে, ‘লাল সন্ত্রাস’-এর স্মৃতিচিহ্নটুকু আজও থেকে গিয়েছে ছোট আঙারিয়ায়। আজকের প্রজন্ম গ্রামের রাস্তা দিয়ে গেলে ঘাড় ঘুরিয়ে একবার অন্তত দেখে নেয়, গণহত্যার স্থানটি। কোথাও কোথাও স্বজন হারানোর চাপা আর্তনাদও শুনতে পান কেউ কেউ। রাজ্যে পালাবদলের পর গড়বেতার সেই ছোট আঙারিয়ায় বদলে গিয়েছে অনেককিছুই। এবার গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাড়ি পেয়ে আনন্দে আত্মহারা। এই প্রথমবার তাঁরা পেলেন সরকারি বাড়ি। ইতিমধ্যেই বহু গ্রামবাসীর অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে। প্রশাসনের ইচ্ছে, ছোট আঙারিয়ায় প্রকৃত উপভোক্তাদের সকলেই পাকাবাড়িতে বাস করুন। ধাপে ধাপে সেই লক্ষ্যপূরণ করতে তৎপরতাও শুরু হয়েছে। 


    বুধবার কথা হচ্ছিল গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে। তাঁরা বলছিলেন, ‘আজকের ছোট আঙারিয়া সেদিনের সেই ছোট আঙারিয়া নয়। কারও রক্তচক্ষু দেখানো নেই  গ্রামজুড়ে এখন অনাবিল শান্তি। গ্রামবাসীদের প্রায় সকলেই কোনও না কোনও সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গ্রামে ঢোকার রাস্তা, পানীয় জলের ব্যাপক উন্নতি হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে বসেছে ট্যাপকল। গড়বেতা থেকে গ্রামে ঢোকার রাস্তাটি বাম আমলে লালমাটির ছিল। এখন পিচের চওড়া রাস্তা। গ্রাম থেকে উধাও হয়েছে রাজনৈতিক হানাহানির সেই চেনা ছবিও।’  


    গ্রামবাসীদের কথার সূত্র ধরে জেলা তৃণমূলের সহ সভাপতি অসীম ওঝাও বলছিলেন, ‘একসময় ছোট আঙারিয়া গ্রামের নাম শুনলেই মানুষ ভয় পেত। অন্য রাজনৈতিক দল করলেই চলত অত্যাচার। আজ গ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন। এই গ্রামে সরকারি প্রকল্পে বাড়ি তৈরি হবে। আরও উন্নয়নমূলক কাজ হবে। দিন কয়েক আগে ছোট আঙারিয়ায় শহিদ দিবস পালিত হয়। বিরোধীদের খুঁজে পাওয়া যায়নি।’
  • Link to this news (বর্তমান)