• হেতমপুর কলেজে বই ও খাদ্যমেলা ঘিরে উন্মাদনা
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বুধবার হেতমপুরে কৃষ্ণচন্দ্র কলেজে বাত্সরিক বই ও খাদ্যমেলার আয়োজন করা হয়। কলেজের ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার আসর বসে। বাংলা, ইতিহাস, ফিজিক্স সহ মোট ১২টি বিভাগ এই ঩মেলায় অংশ নেয়। মেলায় অধ্যাপক-অধ্যাপিকাদের পাশাপাশি পড়ুয়ারা নিজে হাতে খাবার তৈরি করেন। এই মেলায় মোমো, পুলিপিঠে, চিকেন-রুটি, ঘটি গরম, পায়েস, রেশমি কাবাবের স্টল হয়। পড়ুয়ারাই খাবার পরিবেশন করেন। 


    বইয়ের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়ানো ও তাঁদের স্বাবলম্বী করে তোলার ভাবনা থেকেই গত বছর এই মেলার সূচনা হয়েছিল। এই মেলা ঘিরে পড়ুয়া থেকে শুরু করে সকলেই যথেষ্ট খুশি। অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায় বলেন, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মেলা থেকে আয়ের একটা অংশ দুঃস্থ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)