সংবাদদাতা, রামপুরহাট: ডিম, সব্জি ও জ্বালানির খরচ দেওয়া সহ একাধিক দাবিতে বুধবার ময়ূরেশ্বরে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি। ময়ূরেশ্বর-১ ব্লক প্রকল্প আধিকারিকের অফিসের সামনে সংগঠনের শতাধিক সদস্য মিছিল করে এসে বিক্ষোভে শামিল হন। যদিও ব্লক প্রকল্প আধিকারিক অনুপস্থিত থাকায় অফিসে স্মারকলিপি জমা দিয়ে ফিরে যান তাঁরা। আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সকলকে গ্র্যাচুইটির টাকা দিতে হবে। সেই সঙ্গে কর্মী সহায়িকাদের ভাতা বৃদ্ধি করতে হবে। তাঁদের আরও দাবি, বহু কেন্দ্র রয়েছে যেখানে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা নেই। কোথাও আবার নিজস্ব বিল্ডিং নেই। অবিলম্বে দাবিগুলি পূরণ করতে হবে। সুরক্ষিত কেন্দ্রগুলিতে গ্যাস ওভেন দিতে হবে এবং অসুরক্ষিত কেন্দ্রে জ্বালানির খরচের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। পদোন্নতির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালে ছাঁটাই হওয়া কর্মী ও সহায়িকাদের এককালীন ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা। দপ্তরের এক আধিকারিক বলেন, আন্দোলনকারীদের দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে। এদিন মহম্মদবাজার ও নলহাটি-১ ব্লকেও একই দাবিতে আন্দোলনে নামেন কর্মী ও সহায়িকারা। -নিজস্ব চিত্র