সংবাদদাতা, বিষ্ণুপুর: বুধবার বিষ্ণুপুরে খাদ্যমেলার সূচনা হয়। এদিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। শহরের ঐতিহাসিক রাসমঞ্চ সংলগ্ন গোশালার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, বিধায়ক তন্ময় ঘোষ, জেলার অতিরিক্ত পুলিস সুপার মকসুদ হাসান, পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী প্রমুখ। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, এবারই প্রথম বিষ্ণুপুরে খাদ্যমেলার আয়োজন করা হয়। মেলায় মোট ২৫টি স্টল বসানো হয়েছে। তাতে বাঙালি, চাইনিজ সহ বিভিন্ন ধরনের খাবার থাকবে। ১১জানুয়ারি পর্যন্ত তা চলবে। মেলার মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও ছোটদের ফ্যাশন শো এবং রাঢ় বাংলার ঐতিহ্যবাহী টুসু গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিধায়ক বলেন, বিষ্ণুপুরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তবে এবারই প্রথম খাদ্যমেলার আয়োজন করা হয়েছে। এই নিয়ে বিষ্ণুপুরবাসীর মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে।