প্লাটিনাম জয়ন্তী উদযাপনের প্রস্তুতি করিমপুরের জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, করিমপুর: ৭৫ বছর পূর্তি তথা প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ৭৫ বর্ষ উদযাপনের সূচনা হবে আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। তার আগে সেজে উঠছে স্কুল। মেতেছে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার মানুষ ও প্রাক্তনীরাও। জানা গিয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে করিমপুরে কোনও ঊচ্চ বিদ্যালয় ছিল না। পড়াশোনার জন্য ছেলেমেয়েদের দূরের যমশেরপুর বা সীমান্তের শিকারপুরে যেতে হতো। দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে চলে আসা মানুষজনই সন্তানদের লেখাপড়ার স্বার্থে এই করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় তৈরি করেন।
প্রথমে একটি মাত্র ঘরে পঠন-পাঠন শুরু হয়েছিল। স্কুল প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫১ সালের ১ জানুয়ারি। সেই সময় এলাকার বিশিষ্ট মানুষদের উদ্যোগে এই স্কুলের পথ চলা শুরু হয়। ১৯৫২ সাল পর্যন্ত দুটি শ্রেণির অনুমোদন ছিল। তারপর জুনিয়র হাই দিয়ে শুরু। ১৯৫৮ সাল থেকে দশম শ্রেণি ও ১৯৬৫ সালে উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়। শুধুমাত্র উন্নতির জন্য স্কুলের উদ্যোগে বহুবার যাত্রা অনুষ্ঠানও করা হয়েছে। অনেক সময় গাছতলাতেও ক্লাস করেছেন শিক্ষকরা।
বর্তমানে এই স্কুলের ছাত্ররা দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। প্রাক্তনীদের নিয়েও স্কুল গর্বিত। প্রয়াত রাজনীতিবিদ অনিল বিশ্বাস এই স্কুলেরই ছাত্র ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে স্কুলের ছাত্রছাত্রীরা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও সুনাম রয়েছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হবে ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠান। ওই দিন স্মরণিকার প্রচ্ছদ ও দেওয়াল পত্রিকা কোরক প্রকাশিত হবে। বুধবার বিদ্যালয়ের ছাত্রীরা নৃত্যনাট্য পরিবেশন করবে। এছাড়াও প্রতিদিন নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত সরকার বলেন, ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরভর অনুষ্ঠান চলবে। বছরের শুরুতে তিন দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও বছরের মাঝে অনুষ্ঠান চলবে। সমাপ্তিতে স্কুলের মাঠে কয়েক দিন ব্যাপী বড় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।