• বালুরঘাটের হাইস্কুল মাঠে শুরু সবলা মেলা
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের হাইস্কুল মাঠে সোমবার থেকে শুরু হল সবলা মেলা। জেলার বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দ্বারা পরিচালিত বিভিন্ন হস্তশিল্পের প্রায় ৫০টি স্টল বসেছে। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিস সুপার চিন্ময় মিত্তাল, ম্যাকিনটোস বানের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোককুমার মিত্র সহ অন্যরা উপস্থিত ছিলেন। মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)