সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করতে শিক্ষকদের নিয়ে বৈঠক পর্ষদ সভাপতির
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নিয়ম মেনে, সময় মতো, সঠিকভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করতে উদ্যোগী মাধ্যশিক্ষা পর্ষদ। সেই লক্ষ্যে শিক্ষকদের মাথা ঠান্ডা রেখে পরীক্ষাপর্ব পরিচালনার বার্তা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের। বুধবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে জেলায় আসেন পর্ষদ সভাপতি। সেখানে তিনি বলেন, দেশের বৃহত্তম এই পরীক্ষায় আমরা মূলত বাচ্চাদের পরীক্ষা নিই। এই পরীক্ষাকে ঘিরে ওদের মধ্যে বিস্তর অস্বস্তি থাকে, টেনশন কাজ করে। পর্ষদ চায় শিক্ষকরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরীক্ষা পরিচালনা করবেন। তবেই মাধ্যমিক পরীক্ষা পর্বের গোটা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। পর্ষদের সেই চিন্তাধারায় জেলার শিক্ষকমহলের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের এদিনের কর্মসূচি।
এবার ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। বাকি আর মাত্র এক মাস। কিন্তু পরীক্ষা পরিচালনা করতে গত কয়েকমাস ধরেই পর্ষদ সমন্বয় রেখে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার প্রস্তুতি শুরু করেছে। তারই অংশ হিসেবে এদিন পর্ষদ সভাপতির উপস্থিতিতে কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রস্তুতি বৈঠক হয়। সেখানে একদিকে গত বছরের পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলার শিক্ষকদের প্রশংসা করেন পর্ষদ সভাপতি। অন্যদিকে পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা দেন। পরীক্ষা ব্যবস্থায় খুঁটিনাটি বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্যও শিক্ষকদের পরামর্শ দেন তিনি।
পরীক্ষায় নকল করা, প্রশ্নপত্র ফাঁসের মতো অবাঞ্চিত ঘটনা রুখতে পর্ষদের প্রতিরোধমূলক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয় এদিন। সঙ্গে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য বাড়তি যানবাহনের ব্যবস্থার বিষয়েও কথা হয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে।
মাধ্যমিক পরীক্ষার জেলার কনভেনার বিকাশচন্দ্র দাস বলেন, গত বছরের তুলনায় এবার জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার বাড়ছে। ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী এবার জেলায় মাধ্যমিক পরীক্ষা দিতে বসবে। জেলায় ১০১ টি পরীক্ষা কেন্দ্র হতে চলেছে। পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে মেটাতে জেলা মনিটরিং টিম, কিউআরটি টিম থাকছে। জরুরিকালীন পরিস্থিতির জন্যও অ্যাম্বুলেন্স ও হাসপাতালে অতিরিক্ত ব্যবস্থা থাকছে। পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও সমস্যা যাতে না হয়, তার জন্য ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অতিরিক্ত যানের ব্যবস্থা করা হয়েছে।