বক্সার বনবস্তিদের সমস্যা শুনতে ডুয়ার্সকন্যায় বৈঠক গৌতমের
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: পরিবেশ আদালতের নির্দেশে বনদপ্তর বক্সা ব্যাঘ্র প্রকল্পে হোটেল, রিসর্ট, হোমস্টে সহ সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এর ফলে পর্যটক সহ স্থানীয় বনবস্তির মানুষের কী সমস্যা হচ্ছে, তা জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব আলিপুরদুয়ার জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করলেন। গৌতমবাবু বৈঠকে জেলাশাসক আর বিমলা ও পুলিস সুপার ওয়াই রঘুবংশীর সঙ্গে এনিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বৈঠকটি হয়। বৈঠকে রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী ও স্নিগ্ধা শৈবও উপস্থিত ছিলেন।
বনদপ্তরের বিধিনিষেধে পর্যটক ও বনবস্তিবাসীদের অসুবিধার কথা রিপোর্ট আকারে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন গৌতমবাবু। সামনেই শিব চতুর্দশী। শিব চতুদর্শীতে বক্সার জয়ন্তী মহাকাল মন্দিরে শিবের মাথায় জল ঢালেন লক্ষাধিক পুণ্যার্থী। বিষয়টি মাথায় রেখে বনদপ্তর যাতে নিয়ম মেনেই শিব চতুর্দশীতে পুণ্যার্থীদের মহাকালে যাওয়ার ব্যবস্থা করে মুখ্যমন্ত্রীকে সেই কথাও জানাবেন গৌতমবাবু। পরে সাংবাদিকদেরও একথা জানান শিলিগুড়ির মেয়র।