• সূর্যের দেখা নেই, শীতে কাঁপছে উত্তরবঙ্গ, সান্দাকফুতে তুষারপাত
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সূর্যের দেখা নেই। মেঘাচ্ছন্ন আকাশ। সক্রিয় উত্তুরে হাওয়া। এরজেরে বুধবার শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে আলিপুরদুয়ার পর্যন্ত উত্তরবঙ্গের গোটা সমতলভাগ শীতের কামড়ে জবুথবু। এদিকে, দার্জিলিং পাহাড়ের বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও সান্দাকফুতে তুষারপাত হয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। তাঁরা শীতের আমেজ উপভোগ করছেন। পাহাড় ও সমতলে এমন আবহাওয়া আরও কিছুদিন থাকবে বলেই খবর। আগমী শনিবার আরএকটি পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হবে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। 


    বুধবার ভোরে ঘনকুয়াশার চাদরে ঢাকা ছিল শিলিগুড়ি। সকালে কুয়াশা সরলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। যার জেরে সূর্যের দেখা মেলিনি। দিনভর হাওয়া চলে। এরজেরে শীতে কাবু হয়ে পড়ে গোটা শিলিগুড়ি। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তা থেকে লোকজনের সংখ্যা কমে যায়। শহর ও গ্রামের অধিকাংশ মানুষ ছিল গৃহবন্দি। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হননি। যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের গায়ে ছিল শীতবস্ত্র। মাথায় টুপি, গায়ে জ্যাকেট, হাতে দস্তানা ছিল। একইসঙ্গে শহরের অধিকাংশ বাড়িতে রুম হিটার চালিয়ে ঘর গরম করেন বাসিন্দারা। এদিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। 
  • Link to this news (বর্তমান)