• পার্থর বাড়িতে ‘কাকা’ রবি
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দিন কয়েক আগে ‘কাকা’ রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়েছিলেন ‘ভাইপো’ পার্থপ্রতিম রায়। বুধবার সন্ধ্যায় পার্থপ্রতিম রায়ের কোচবিহারের বাড়িতে আসেন রবি ঘোষ। সেখানে ঘণ্টা খানেক ছিলেন তিনি। চা খেয়েছেন। দু’জনের কথাবার্তা হয়েছে। কোচবিহারের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এই দুই নেতা মুখ দেখাদেখি করছিলেন না। সম্প্রতি তাঁরা কাছাকাছি এসেছেন। এবার পার্থর বাড়ি এলেন তিনি। 


    রবিবাবু বলেন, দিনহাটা থেকে ফিরছিলাম। পার্থ বলল, ওঁর বাড়িতে যেতে। তাই গিয়েছিলাম। চা খেয়েছি। ওঁর এই বাড়িতে আমি প্রথমবারই গেলাম। ঘণ্টা খানেক সেখানে ছিলাম।
  • Link to this news (বর্তমান)