নিষেধাজ্ঞা সত্ত্বেও টোটোয় নেওয়া হচ্ছে অতিরিক্ত পণ্যসামগ্রী
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: পুলিসের লাগাতার অভিযানের পরেও টোটোতে করে অতিরিক্ত পণ্যসামগ্রী নিয়ে যাওয়া বন্ধ করা যায়নি। প্রতিদিনই এমনই ছবি দেখা যাচ্ছে ময়নাগুড়ি শহরজুড়ে। যদিও প্রশাসন জানিয়েছে, বিভিন্ন এলাকায় তাদের নজরদারি চলছে। বুধবার ময়নাগুড়ির নতুন বাজার, পুরাতন বাজার সহ শহরের মূল রাস্তায় অতিরিক্ত পণ্যসামগ্রী নিয়ে যেতে দেখা গেল একাধিক টোটোকে। পুরসভার পক্ষ থেকে নম্বর প্লেট দেওয়ার সময় জানিয়ে দেওয়া হয়েছিল টোটোতে কোনও সামগ্রী নেওয়া চলবে না। কিন্তু এরপরেও টোটো চালকেরা আইন মানছেন না। ময়নাগুড়ি বাজার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ডের কাউন্সিলার গোবিন্দ পাল বলেন, আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব।