• উত্তরবঙ্গ পৌষমেলা কমিটির বিরুদ্ধে মাঠ নোংরা করে রাখার অভিযোগ
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ পৌষমেলা কমিটির বিরুদ্ধে মাঠ নোংরা করে রাখার অভিযোগ উঠল। গত ২ জানুয়ারি এই মেলা শেষ হয়ে গেলেও মহানন্দা চরে আবর্জনা পরিষ্কার না করার অভিযোগ উঠল কমিটির বিরুদ্ধে। শেষ পর্যন্ত শিলিগুড়ি পুরসভার তরফে মাঠ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হল। গত মঙ্গলবার থেকেই মাঠ পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তবে পৌষমেলা কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ মানিক দে জানিয়েছেন, আমরা পরিষ্কার করার কাজ শুরু করেছি। তবে কমিটির উচিৎ ছিল মেলা শেষে আবর্জনা সাফ করে দেওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গ পৌষমেলা কমিটির তরফে জ্যোৎস্না আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি আগেই পুরসভাকে জানানো হয়েছিল।
  • Link to this news (বর্তমান)