সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার বিকেলে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বেহাল রাস্তাঘাট, কালভার্ট ও পানীয় জল প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সম্পাদক বিধান সরকার, তৃণমূলের বিন্নাগুড়ি অঞ্চল সভাপতি বিজয়প্রসাদ শাহ সহ অন্যরা। জানা গিয়েছে, এদিন বিধায়ক প্রথমে তেলিপাড়া চা বাগানের হাতিনালার ভাঙন এবং বেহাল রাস্তার কাজ পরিদর্শন করেন। এছাড়াও এদিন বিন্নাগুড়ি বাজার, হলদিবাড়ি ও তেলিপাড়াতে পিএইচই’র কাজও পরিদর্শন করেন তিনি।