সংবাদদাতা, শীতলকুচি: বুধবার কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড়। তিনদিনের সফরে বিএসএফের গোপালপুর এবং কোচবিহারের এসএইচকিউ-এর অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। এদিন গোপালপুর বিএসএফ ক্যাম্পের অধীনে সীমান্তবর্তী বিভিন্ন বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন তিনি। সীমান্তে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।