• অস্তিত্বের সঙ্কটে ভোগা হলুদ ট্যাক্সি রক্ষায় মমতাই ভরসা বাম সংগঠনের
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানগরীর অন্যতম ঐতিহ্য হলুদ ট্যাক্সি। তবে আইনি গেরোয় চার চাকার এই যানের অস্তিত্ব বিপন্ন। কেন না, ১৫ বছরের বেশি বয়সি হলুদ ট্যাক্সি রাস্তায় নামানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শহরের হেরিটেজ যানের ‘আয়ু’ বাড়াতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাম প্রভাবিত পরিবহণ শ্রমিক সংগঠন। এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি হলুদ ট্যাক্সি বাতিলের বয়সসীমা আরও পাঁচ বছর বাড়ানোর দাবি জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব বুধবার বলেন, সমাজের প্রান্তিক শ্রেণির হাজার হাজার পরিবারের রুটি-রুজি এই ট্যাক্সির উপর নির্ভরশীল। করোনার জন্য দু’বছর রাস্তায় ট্যাক্সি নামতে পারেনি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, হলুদ ট্যাক্সির বাতিলের বয়সসীমা ১৫ থেকে বাড়িয়ে ২০ বছর করা হোক।  এ নিয়ে মঙ্গলবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠকে করেন কো-অর্ডিনেশন কমিটির প্রতিনিধিরা। নওয়ালের দাবি, বৈঠকে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে উদ্বিগ্ন। রাজ্য সরকার আদালতে এই গাড়ির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ করবে। মন্ত্রীর আশ্বাসে বাম শ্রমিক সংগঠনের নেতৃত্ব সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, আজ বৃহস্পতিবার কলকাতার লেনিন মূর্তির পাদদেশে হলুদ ট্যাক্সি বাঁচানোর দাবিতে সমাবেশের আয়োজন করেছে কো-অর্ডিনেশন কমিটি। জানা গিয়েছে, নিজেদের দাবির পক্ষে শহরবাসীকে যুক্ত করার লক্ষ্যে এই পরিকল্পনা। কলকাতা থেকে হলুদ ট্যাক্সি বিলোপের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আরও একাধিক কর্মসূচি নেওয়ার হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ট্যাক্সি চলাচলে বিবিধ সমস্যার কথাও তুলে ধরা হবে।   
  • Link to this news (বর্তমান)