অভিষেকের নাম করে তোলা চাওয়ার মামলায় থানায় হাজিরা দিলেন না বিজেপি বিধায়ক
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনভর অপেক্ষার পর শেষপর্যন্ত বুধবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন না কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, ২০ জানুয়ারি পর্যন্ত ফের সময় চেয়েছেন বিজেপি বিধায়ক। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন। তাই এখন হাজিরা দিতে পারবেন না। এই মামলায় ফের তাঁকে কলকাতা পুলিস তলব করলে ১৫ দিন আগে জানাতে হবে। উল্লেখ্য, প্রথমে সাতদিনের সময় চেয়েছিলেন বিজেপি বিধায়ক। সেই সময়সীমা শেষ হতেই কলকাতা পুলিস ফের তাঁকে তলব করে। যদিও বিজেপি বিধায়কের দাবি, তিনি দ্বিতীয়বার কোনও নোটিস পাননি।
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনার পুর চেয়ারম্যানের কাছে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি বিধায়ককে তলব করেছিল শেক্সপিয়র সরণি থানার পুলিস। কলকাতা পুলিসের দাবি, বিজেপি বিধায়কের লেটারহেড ও সই ব্যবহার করে কিড স্ট্রিটের এমএলএ হস্টেলের মতো সুরক্ষিত জায়গায় ঘর নিয়ে তোলাবাজি চালাচ্ছিল ধৃত তিনজন। তাদের গ্রেপ্তার করে পুলিস। সেই মামলাতেই ডাকা হচ্ছে বিজেপি বিধায়ককে। যদিও মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। এমনকী বুধবার দুপুরে তিনি শেক্সপিয়র সরণি থানার তদন্তকারী অফিসারকে ফোন করে জানান, দুপুর দুটোর পর তিনি হাজিরা দেবেন। কিন্তু তারপরও কোনও এক রহস্যজনক কারণে তিনি থানায় যাননি। স্বভাবতই বিজেপি বিধায়কের এই ভূমিকায় বিরক্ত কলকাতা পুলিস তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ভাবছে।