• ফের বাধা দিল বিজিবি, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ শুকদেবপুরে
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াচক: একগুঁয়েমি ছেড়ে অবস্থান বদলে নারাজ বিজিবি। সেজন্য বুধবার দুপুরে ফের বৈষ্ণবনগরের শুকদেবপুর বিওপি এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ করতে বাধ্য হল বিএসএফ। বিষয়টি জানতে পেরে আগের দিনের মতো ফের ওই এলাকায় জড়ো হন শুকদেবপুরের বাসিন্দারা। এছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য এলাকার বাসিন্দারাও গিয়েছিলেন সেখানে। ওপারের বাসিন্দারাও জিরো পয়েন্টে এসে বিএসএফ এবং ভারতীয়দের লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করেন বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। দু’পক্ষের বাদানুবাদে এদিনও পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে।


    বারবার বিজিবি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে কাজে বাধা দিচ্ছে কেন? তা নিয়ে  প্রশ্ন উঠছে। বিএসএফের আধিকারিক হনুমান প্রসাদ জানিয়েছেন, বুধবার দুপুরে বিজিবির আপত্তির পর  কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রাখা হয়। মহদিপুরে দুই বাহিনীর উচ্চপর্যায়ের মিটিং করে সমাধানের চেষ্টা হচ্ছে।


    স্থানীয় বাসিন্দা জনার্দন মণ্ডল জানান, এই এলাকার কিছু অংশে কাঁটাতার নেই। আগে জলাভূমি ছিল। অনুপ্রবেশ আটকাতে বেড়া দেওয়া হলেই বাধা দিচ্ছে বিজিবি। ওপার বাংলার বহু বাসিন্দা প্রায় এপারে চলে আসে। তারা বিএস‌এফের নজর এড়িয়ে ভারতীয়দের জমি থেকে রাতের অন্ধকারে ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। এছাড়াও ওপারের দুষ্কৃতীরা‌ রাতের অন্ধকারে এলাকায় অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চুরি করছে। ওদের জ্বালায় এলাকার বাসিন্দারা অতিষ্ঠ।


    স্থানীয় জনপ্রতিনিধি নয়ন সিংহ জানিয়েছেন, ভারত নিজেদের জমিতে কাঁটাতার দিচ্ছে। তাতে  বিজিবির সমস্যা হওয়ার কথা নয়। নিজেদের স্বার্থসিদ্ধি হচ্ছে না বলেই তারা বাধা দিচ্ছে বারবার। বেড়া দেওয়া হলে আমরা এবার একটু নিশ্চিন্তে থাকতে পারব।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুকদেবপুর এলাকার প্রায় ২০০ মিটার এলাকায় জলাশয় থাকায় কোনও কাঁটাতার ছিল না সেখানে। রবিবার রাত থেকে ওই এলাকায় কাঁটাতার দেওয়ার প্রস্তুতি শুরু করে বিএসএফ। স্থানীয় শ্রমিক ও জওয়ানরা মঙ্গলবার সকালে সেখানে কাজ শুরু করতে গেলে বাধা দেন বিজিবির জ‌ওয়ানরা। বিকেলে ফ্ল্যাগ মিটিংয়ের সময় বিএসএফ প্রমাণসহ দেখিয়ে দেয় নিজেদের এলাকাতেই বেড়া দেওয়া হচ্ছিল। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হয়। কিন্তু বুধবার দুপুর ১২টা ফের আপত্তি জানিয়ে কাজ বন্ধ করে দেয় বিজিবি। বৈঠক করে সমাধানের চেষ্টা হলেও আপাতত উত্তেজনা জিইয়ে রয়েছে এলাকায়।
  • Link to this news (বর্তমান)