নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই অভিযোগ এনে বুধবার আদালতে মানহানির ফৌজদারি মামলা দায়ের করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি। অভিযোগকারী নৌসাদের কৌঁসুলি ইয়াসিন রহমান জানান, এদিন ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করা হয়। তিনি জানান, আদালত মামলাটি গ্রহণ করেছে। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে এই মামলার বিষয়ে অভিযুক্তকে কোর্টে হাজির হওয়ার জন্য সমন জারি করা হবে।