• ধোঁয়াবিহীন চুলা বণ্টন করল পুরসভা ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বিভিন্ন বস্তি এলাকায় বাসিন্দাদের ধোঁয়াবিহীন চুলা তুলে দিচ্ছে কলকাতা পুরসভা। বুধবার ট্যাংরা এলাকার শীল লেন ও পটারি রোডের সংযোগস্থলে রীতিমতো অনুষ্ঠান করে প্রায় ৩০০ জনকে এই ধূমহীন উনুন তুলে দেন পুরসভার পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। জানা গিয়েছে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে মোট ১৫০০টি এমন চুলা বা উনুন পাওয়া গিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম প্রথম দফায় ১৬ জনের হাতে ধোঁয়াবিহীন চুলা তুলে দিয়ে এই কাজের সূচনা করেছিলেন। বুধবার হল দ্বিতীয় দফার উনুন বিলি। স্বপনবাবু বলেন, ‘বিশেষ সুবিধাযুক্ত এই উনুনে কাঠকয়লা পুড়লেও ধোঁয়া হবে না। হলেও তা এতই সামান্য যে তাতে পরিবেশের ক্ষতি হবে না। এখনও পর্যন্ত ৩০০ চুলা বিলি করা হয়েছে। আগামী দিনে শহরের বিভিন্ন এলাকায় এই কাজ চলবে।


    শীতকাল শুরুর দিকে বাতাসের গুণমানের সূচক বিপজ্জনক জায়গায় চলে গিয়েছিল। বেড়েছিল বায়ুদূষণের মাত্রা। এই পরিস্থিতিতে দূষণের মাত্রা কমাতে বাতাসে, গাছে, পথেঘাটে জল ছড়ানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। সেই কাজ এখনও চলছে। কিন্তু শহরের বিভিন্ন বস্তি এলাকায়, ফুটপাতের বিভিন্ন হোটেল বা খাবারের দোকানে, গঙ্গাপাড়ের ঝুপড়িতে এখনও কাঠকয়লার উনুন ব্যবহার করা হয়। সেই ধোঁয়া থেকে পরিবেশ দূষণ আটকাতেই বিভিন্ন এলাকায় ‘স্মোকলেস’ চুলা দেওয়ার কাজ শুরু করেছে পুরসভা। এই কাজে পুরসভাকে সহযোগিতা করছে রাজ্য দূষণ


     নিয়ন্ত্রণ পর্ষদ। 
  • Link to this news (বর্তমান)