৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে শস্য বিমার টাকা পাঠানো শুরু
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের শুরুতেই রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানিয়েছেন, বাংলা শস্য বিমার আওতায় থাকা রাজ্যের ৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। মোট ৩৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের পর্ব শুরু হয়ে গিয়েছে। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকের চাষবাসে ক্ষতি হয়েছিল, তাঁরা এই আর্থিক সুবিধা পাচ্ছেন। এই বিমার ‘প্রিমিয়াম’ বাবদ কৃষকদের কোনও টাকা দিতে হয় না। রাজ্য সরকারই তা দিয়ে থাকে। প্রসঙ্গত, বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। সুনিশ্চিত হয়েছে তাঁদের ভবিষ্যৎ জীবন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলা শস্য বিমা প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকার মোট ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে ৩ হাজার ৫৬২ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।