• হাসনাবাদের মাদ্রাসায় খাদ্যমেলা, রসনাতৃপ্তি 
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: পড়ুয়াদের নিয়ে খাদ্যমেলা। কেউ নিয়ে এসেছে পিঠেপুলি, কেউ পায়েস। যে প্ল্যাকার্ডে লেখা ‘১০ টাকা প্লেট’, সেখানে রয়েছে সুন্দর এক ছড়ারও– ‘পায়েসের গন্ধে, মন ভরে ছন্দে...’। শুধু মিষ্টি নয়, দেখা মিলল ফুচকা, ঘুগনি, পাপড়ের। কেউ আবার স্টল দিয়েছে মুড়ি মসলার। বুধবার সকালে মুরারিশাহ আমিনিয়া হাই মাদ্রাসায় খাদ্যোৎসবে এমন সব খাদ্য দেখে আহ্লাদে আটখানা পড়ুয়ারা। মুরারিশাহ আমিনিয়া হাই মাদ্রাসায় প্রায় বারশো ছাত্রছাত্রী পড়াশোনা করে। ছাত্রছাত্রীরা অনেকেই নিজে হাতে খাবার তৈরি করে এদিন হাজির হয়েছিল হাই মাদ্রাসায়। ১০টি স্টল তৈরি করে সেখানে খাবার সব বিক্রি করেছে তারা। ক্রেতা কখনও শিক্ষক, কখনও সহপাঠী বন্ধুরা। সপ্তম শ্রেণির পড়ুয়া রুবাই খাতুন, জেসমিন খাতুন ও কুলচুম খাতুন ২০০ টাকা খরচ করে চাউমিন তৈরি করেছিল। এক ঘণ্টা দোকান দিয়ে খাদ্যমেলা থেকে ২০০ টাকা লাভ হয়েছে। ফলে মেলা শেষে হাসি তাদের মুখে। শিক্ষক-শিক্ষিকাদের কথায়, অভিনব উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি খাবার তৈরি এবং বিক্রি করেও যে স্বনির্ভর হওয়া যায়, সেটা  হাতেকলমে বুঝে গেল পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক বৈদ্য বলেন, এই এলাকায় কখনও খাদ্যমেলা হয় না। সেখানে প্রথম এমন উদ্যোগ নিতে গিয়ে সাতপাঁচ ভাবতে হয়েছিল আমাদের। কিন্তু আজকে মেলার পর বুঝলাম, সেগুলির তুলনায় পড়ুয়াদের স্বনির্ভরতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)