এ সপ্তাহে দু’দিন হাওড়ায় ঢুকবে না কোনও লোকাল? ‘গুজব’ বলে উড়িয়ে দিল রেল
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি সপ্তাহের একাধিক দিন হাওড়া স্টেশনে লোকাল ট্রেন ঢুকবে না! তার বদলে ট্রেনগুলি লিলুয়া স্টেশনে যাত্রা শেষ করবে। গত কয়েকদিন ধরে এই কথাই ঘুরেফিরে শোনা যাচ্ছে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের যাত্রীদের মুখে। আগামী ৯-১০ অথবা ১১-১২ জানুয়ারি পরিষেবা ব্যাহত হবে বলে যাত্রীদের মধ্যে আলোচনা চরমে। ওই দিনগুলি তাহলে হাওড়া পৌঁছনোর উপায় কি? তা নিয়ে শুরু হয়েছিল দুশ্চিন্তা। পাশাপাশি একাধিক বিকল্প পরিকল্পনার কথাও ভাবতে শুরু করেছিলেন যাত্রীরা। তবে বুধবার যাত্রীদের আশ্বস্ত করে রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সঞ্জীব কুমার বলেন, ‘গুজবে কান দেবেন না। নিরাপদে ট্রেন সফর করুন। যাত্রী সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই রেল পরিকাঠামোর ধারাবাহিক সংস্কার কাজ চলে। এই ধরনের কোনও কাজ করার পরিকল্পনা হলে আগাম প্রস্তুতি নেওয়া হয়। সেই কাজের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হলে তার বিস্তারিত বিবরণ সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়। যাতে যাত্রীরা আগে থেকে বিকল্প ব্যবস্থা করে নিতে পারেন।’ রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়ায় বেনারস রোডের উপর বামুনগাছির নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। এর জন্য বাতিল করতে হয়েছে বহু লোকাল। ঘুরপথে বা অন্য সময়ে চলছে দুরপাল্লার একাধিক ট্রেনও। এই কাজের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে তার জন্য হাওড়ায় দু’দিনের জন্য কোনও লোকাল ট্রেন ঢুকবে না, এরকম কোনও পরিকল্পনা পূর্ব রেলের তরফে নেওয়াই হয়নি। ট্রেন চলাচল যেভাবে চলছে সেভাবেই বহাল থাকবে। যদি কোনও পরিবর্তন হয়, তাহলে তা নিয়ে আগাম ঘোষণা হবে বলে হাওড়া ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।