• ‘বিষ খেলি না কেন?’ পরকীয়া প্রেমিকের দেখা মিলতেই প্রকাশ্যে হাতাহাতি যুবতীর
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘তুই কেন বিষ খেলি না?’ তারপরই কিল, চড়, ঘুষি। চুলের মুঠি ধরে মারধর। তিন তরুণী মিলে এক তরুণকে মেরেই চলেছেন। তার মধ্যে একজনের অবিরাম প্রশ্ন, কেন বিষ খাসনি। মঙ্গলবার শীতের রাতে এমন নাটকীয় ঘটনায় থমকে দাঁড়িয়ে পড়ে পথচলতি মানুষ। কোন্নগর বইমেলার ময়দানের কাছে গভীর রাতেও জমজমাট ভিড়। বেশ খানিক্ষণ পর বোঝা গেল ঘটনাটি। প্রকাশ্যে এল অদ্ভুত পরকীয়া প্রেমের আজব গল্প। কেউ শুনে হাসলেন। পুলিস এসে গিয়েছে। পরিস্থিতি সামাল দিচ্ছে। অফিসাররাও কষ্ট করে গোপন করলেন হাসি।


    ঘটনাটা কি? জানা গিয়েছে, তাতে আছে প্রেম। আছে পরকীয়া। নতুন বছরে প্রেম অমর করার বাসনা। এবং সঙ্গে প্রতারণাও। যেন সিনেমার চিত্রনাট্য। মারধরে উদ্যত তরুণী কোন্নগরের বাসিন্দা। বিবাহিত। যুবকটিও বিবাহিত, রিষড়ার বাসিন্দা। কয়েক বছর ধরে দু’জনের মধ্যে পরকীয়া চলছে। তা নিয়ে দু’পরিবারে বিস্তর অশান্তি। যুবকটির স্ত্রী ছেড়ে চলেও গিয়েছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি দুই প্রেমিক-প্রেমিকা ঠিক করেন, নতুন করে সংসার পাতবেন। কিন্তু শেষপর্যন্ত দু’জনেই পুরনো সংসার ভাঙতে পারেননি। এরপর ঠিক করেন ‘পর জনমে’ নিজেদের প্রেমকে সার্থক করবেন। কীভাবে? গত বছর ৩১ ডিসেম্বর তরুণের রিষড়ার বাড়িতে বিষ নিয়ে পৌঁছন তরুণী। গ্লাসে বিষ ঢেলে দু’জনে চিয়ার্স করে আত্মহত্যা করবেন এরকম পরিকল্পনা ছিল। কিন্তু তারপরই গেল খেলা উল্টে। 


    মঙ্গলবার রাতে মারধর দেওয়ার পর তরুণী বলেন, ‘আমি বিষ খেয়ে নিই। কিন্তু ও আমাকে ফেলে পালায়। দু’দিন যমে-মানুষে টানাটানির পরে আমি বেঁচে ফিরেছি। তারপর জানতে পারি, ও পালিয়েছে।’ জানা গিয়েছে, প্রেমিকাকে অসুস্থ হয়ে পড়তে দেখে আর বিষ খায়নি প্রেমিক। তরুণীর বাড়ির লোককে খবর দিয়ে গা ঢাকা দেয়। তরুণীর দাবি, ‘তাঁর কোনও খোঁজই নেয়নি প্রেমিক। সমাজমাধ্যম সহ সর্বত্র যোগাযোগ বিচ্ছিন্ন করে পুরোপুরি গা ঢাকা দিয়েছিল।’ মঙ্গলবার রাতে দুই বান্ধবীকে নিয়ে কোন্নগর বইমেলায় এসেছিলেন ওই তরুণী। ফেরার পথে আচমকা প্রেমিককে দেখতে পান। তারপরই ঝাঁপিয়ে পড়েন। চড়-থাপ্পড় দিতে দিতে লাগাতার প্রশ্ন, ‘তুই কেন বিষ খেলি না?’ তরুণের অবশ্য দাবি, ‘প্রেমিকা তিন লক্ষ টাকা চেয়েছিল। তাই তিনি গা ঢাকা দিয়েছিলেন।’ এক পুলিসকর্তার বক্তব্য, অভিযোগ করলে ব্যবস্থা হবে। কিন্তু রোমিও বা জুলিয়েট কেউই অভিযোগ করেননি। 
  • Link to this news (বর্তমান)