• ১৫০ ভিন্টেজ গাড়ি দৌড়বে রাজপথে
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯ জানুয়ারি হতে চলেছে ‘দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র‌্যালি’। এবার এই র‌্যালি ৫৪ বছরে পা দিল। নতুন প্রজন্মের কাছে প্রাচীন গাড়িগুলির ইতিহাস তুলে ধরতে ভিন্টেজ গাড়ির মিউজিয়াম তৈরির দাবি তুললেন উদ্যোক্তারা। এর ফলে শহরের ঐতিহ্য সম্পর্কে আগ্রহ বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা। বুধবার উদ্যোক্তারা জানান, এ বছর দু’ধরনের গাড়ি র‌্যালিতে অংশ নেবে, ভিন্টেজ ও ক্লাসিক। প্রায় ১৫০টি গাড়ি অংশগ্রহণ করবে। থাকবে পুরোনো দিনের বাইকও। আরসিটিসি গ্রাউন্ড থেকে শুরু হবে এই র‌্যালি। ভিন্টেজ কারের মধ্যে থাকবে অ্যাডলার, রেনো, অস্টিন প্রভৃতি। ভিন্টেজ গাড়ির মধ্যে সবচেয়ে পুরনোটি ১৯০৬ সালে তৈরি। ক্লাসিকের মধ্যে ১৯৩০ সালের একটি গাড়ি থাকবে। উদ্যোক্তারা জানান, এই গাড়িগুলিও এক সময়ের দলিল। যখন শহরের বুকে চলে,  একটি সময়কেই বহন করে। 
  • Link to this news (বর্তমান)