কার্নিভালের মাধ্যমে বিশ্বের দরবারে দুর্গাপুজোকে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী: সাংসদ
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কার্নিভাল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে দুর্গাপুজোকে তুলে ধরছেন। বুধবার সন্ধ্যায় বারাকপুরের কালিয়ানিবাসে বিবেক মেলা উদ্বোধন করে একথা বলেন সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর জন্যই দেশ-বিদেশ থেকে মানুষ আসছেন, পুজো দেখছেন এবং কার্নিভালে অংশগ্রহণ করছেন। এদিনের অনুষ্ঠানে ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী, বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ, বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক প্রমুখ।
২০০৫ সাল থেকে কালিয়ানিবাসের যুব সঙ্ঘের মাঠে হচ্ছে বিবেক মেলা। এর প্রধান উদ্যোক্তা কাউন্সিলার সম্রাট তপাদার বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতেই এই মেলার আয়োজন। ১৪ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।
এছাড়া এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হালিশহরে শুরু হল তৃতীয় বর্ষ জেঠিয়া উৎসব ও মেলার। এর উদ্বোধনও করেন সাংসদ পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনৎ দে, বীজপুরের বিধায়ক তথা উৎসব কমিটির চেয়ারম্যান সুবোধ অধিকারী। উদ্বোধনের আগে বিভিন্ন বিদ্যালয় এবং ক্লাব সংগঠনের তরফে সুদৃশ্য ট্যাবলো সহ শোভাযাত্রা করা হয়। আট দিনের এই উৎসবে থাকছে শতাধিক স্টল, শিশুদের জন্য বিভিন্ন জয় রাইড। প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা ও স্বাস্থ্যশিবির। নিজস্ব চিত্র