কলকাতা বইমেলার আয়োজক গিল্ডের বিরুদ্ধে হাইকোর্টে গেল এপিডিআর
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন কলকাতা বইমেলায় তাদের স্টল না দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে তাদের অভিযোগ, কোনও কারণ ছাড়াই তাদের স্টল দেওয়া হচ্ছে না। বুধবার এপিডিআরের হয়ে আইনজীবী ঝুমা সেন বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষন করে বিষয়টির দ্রুত শুনানির আবেদন জানান। তিনি অভিযোগ করেন, বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। বইমেলায় তাদের স্টল বসানোর অনুমতি যতদিন না দেওয়া হচ্ছে, ততদিন গিল্ড স্টল বণ্টন স্থগিত রাখুক। শুক্রবারই যেহেতু লটারির মাধ্যমে স্টল বণ্টন হওয়ার কথা, তাই তার আগেই মামলার শুনানি করা হোক। বিচারপতি প্রথমে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও পরে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। ১০ জানুয়ারি, অর্থাৎ স্টল বণ্টনের লটারির দিনেই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা।