• সরকারি আধিকারিকের জামিনের আর্জি বাতিল
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এক সরকারি আধিকারিককে। অভিযুক্তের নাম তপনকুমার সাহা। বুধবার কলকাতা নগর দায়রার বিশেষ আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে ২২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। পাশাপাশি জেলে গিয়ে অভিযুক্তকে জেরা করার আবেদনও মঞ্জুর করেছেন বিচারক। মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু বলেন, শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ছিল ওই অফিসারের বিরুদ্ধে। তিনি মালদহের হবিবপুরে সংশ্লিষ্ট দপ্তরের ইনসপেক্টর পদে ছিলেন। আর্থিক তছরুপের ঘটনাটি ঘটেছিল ২০১৭‑২০১৯ সালের মধ্যে। একাধিক ভুয়ো ব্যক্তির নামে ওই টাকা তোলা হয়েছিল।


    এদিন জামিনের আর্জির বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, এখনও পর্যন্ত ৮০ লক্ষ টাকা তছরুপের প্রমাণ মিলেছে। তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বিপুল টাকার উৎস কী, তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। এমনটাই দাবি করেছেন রাজ্য দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা। এদিন সরকারপক্ষ আদালতে জানায়, এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই সময় অভিযুক্ত জামিন পেলে তদন্ত ব্যাহত হতে পারে। তাই জামিনের আবেদন নাকচ করা হোক। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য, এই মামলায় তদন্তকারীরা নতুন কোনও অগ্রগতি আদালতে পেশ করতে পারেননি। একই ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে পেশ করছেন। তাই যে কোনও শর্তে আমাদের মক্কেলকে জামিন দেওয়া হোক। বিচারক মামলার নথিপত্র ও কেস‑ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্তের জামিনের আবেদন বাতিল করে দেন। 
  • Link to this news (বর্তমান)