• পুরসভার শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকাদের বিশেষ প্রশিক্ষণ
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার আওতাধীন শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার, একটি বেসরকারি সংস্থার সঙ্গে এই মর্মে চুক্তি সাক্ষর করেছে পুরসভার শিক্ষাবিভাগ।


    পুরসভা ৭৮টি এমন শিশুশিক্ষা কেন্দ্র চালায়। সেখানে প্রায় দু’হাজার পড়ুয়া রয়েছে। আছেন ১৫০ জন সহায়িকা। পুরসভার শিক্ষাবিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনার ধরন বদলেছে। লেখাপড়াকে মনোগ্রাহী করে তুলতে শিক্ষক-শিক্ষিকারা নতুন পন্থা অবলম্বন করছেন। পুরসভা নিজস্ব স্কুলগুলিতেও শিক্ষার গুণমান বৃদ্ধি করতে নানা পদক্ষেপ করা হয়েছে। আগে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পুর স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার, শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)