• বরানগর স্টেশনে তৃণমূলের স্মারকলিপি
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: দুপুরে দীর্ঘ সময় ট্রেন থাকে না। রেললাইনের দুই পাড়েই জঙ্গল হয়েছে। সন্ধ্যা নামলে যাতায়াত করতে ভয় পান মহিলারা। দ্রুত এসব সমস্যা সমাধানের দাবিতে বরানগর স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল। বরানগর পুরসভার সিআইসি রামকৃষ্ণ পালের নেতৃত্বে এই কর্মসূচি হয়। রেলের তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।


    রামকৃষ্ণবাবু বলেন, অবিলম্বে বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝের জঙ্গল কাটা প্রয়োজন। দুপুরে অনেকক্ষণ ডানকুনিগামী ট্রেন থাকে না। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামব।
  • Link to this news (বর্তমান)