মকর সংক্রান্তির আর সাত দিনও বাকি নেই। কথায় বলে, পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগরের হাওয়া খেলে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার সকাল থেকে তেমনই মনে হচ্ছে। কনকনে ঠান্ডা হাওয়ায় জবুথবু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এক লাফে রাতের তাপমাত্রা নেমেছে কলকাতার। দিনের তাপমাত্রাতেও ধাক্কা। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, আবারও উত্তুরে হাওয়া বাধার মুখে পড়তে পারে। তেমন হলে পৌষ সংক্রান্তির আগে বাড়তে পারে তাপমাত্রা।
কলকাতায় রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে বুধবার। আজ তা ১২-এর ঘরে নামতে পারে। বুধবার ১৬ ডিগ্রি থেকে একলাফে নেমে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি থেকে নেমে হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাতে আরও কিছুটা পারা পতনের সম্ভাবনা।
পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় পারদ নামার সম্ভাবনা সিঙ্গল ডিজ়িটের ঘরে। বিশেষ করে বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমতে পারে। তবে সপ্তাহান্তে, অর্থাৎ শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। পৌষ সংক্রান্তি কেটে গেলে জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে গত কয়েক দিনে কুয়াশার বাড়বাড়ন্তে নাজেহাল হতে হয়েছে মানুষকে। বৃহস্পতিবার থেকে কুয়াশার দাপট কমার সম্ভাবনা রয়েছে, নামবে তাপমাত্রাও। উঁচু পার্বত্য এলাকায় মাঝারি থেকে হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকছে।