• আরও কমল তাপমাত্রা, আগামী দু'দিন জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা, বৃষ্টি হবে কি?
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের একধাক্কায় পারদ পতন বাংলা জুড়ে। গতকালের তুলনায় বৃহস্পতিবার প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল। আগামী দু'দিন রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে চলতি সপ্তাহে কনকনে ঠান্ডার আমেজ ফিরতে পারে। কিন্তু তারপরেই আবারও তাপমাত্রা চড়ার পূর্বাভাস রয়েছে। 

    আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তারপর টানা দু'দিন অর্থাৎ শুক্রবার, শনিবার তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। রবিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। একধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকতে পারে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। 

    অন্যদিকে উত্তরবঙ্গের আজ ও আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকলেও, আগামী সপ্তাহে সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
  • Link to this news (আজকাল)