• বিধানসভা ভোটে কি ময়দানে নামবে RSS? মোহন ভগবতের ১০ দিনের বঙ্গ সফরে উঠছে প্রশ্ন
    হিন্দুস্তান টাইমস | ০৯ জানুয়ারি ২০২৫
  • ভারত - বাংলাদেশ সম্পর্কে তুমুল টানাপোড়েনের মধ্যেই ১০ দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবৎ। ১০ দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন তিনি। এর মধ্যে ৫ দিন তিনি থাকবেন কলকাতায়। বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গে জেলা সফর করবেন তিনি। RSS প্রধানের ১০ দিনের সফরে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারে সর্বশক্তি লাগাতে চাইছে সংঘ?

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছবেন ভগবৎ। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে থাকবেন তিনি। সফরের প্রথম ৫ দিন তিনি থাকবেন কলকাতায়। সংগঠনের নানা স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থাকলেও শহরে তাঁর কোনও প্রকাশ্য সভা করার পরিকল্পনার কথা এখনও জানা যায়নি। এর পর ১ দিন বিশ্রাম নেবেন মোহন ভগবৎ। ওই দিন কলকাতা বিশিষ্টজনেদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন বলে সূত্রের খবর। এর পর তিনি বেরিয়ে পড়বেন জেলা সফরে। কলকাতা থেকে মোহন ভগবতের বর্ধমান যাওয়ার কথা রয়েছে। সেখানেও সংগঠনের মধ্যবঙ্গে নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। দেখা করবেন সেখানকার গুণীজনদের সঙ্গে। সফরে একমাত্র প্রকাশ্য সভাটি ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে করবেন আরএসএস প্রধান।

    বাংলাদেশে ইসলামি চরমপন্থীদের দাপাদাপির মধ্যেই পশ্চিমবঙ্গে আরএসএস প্রধানের ১০ দিনের সফর নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তবে কি বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজ্যে সংগঠন বিস্তারে জোর দিতে চাইছে RSS? কারণ এর আগে কবে কোনও সংঘপ্রধান ১০ দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন মনে করতে পারছেন না কেউই।

    রাজনৈতিক মহলের একাংশের মতে, শুধু বাংলাদেশ পরিস্থিতি নয়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভগবতের এই দীর্ঘ রাজ্য সফর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কারণ, দেশে গত কয়েকটি নির্বাচনে স্পষ্ট, আরএসএস সক্রিয় না হলে বিজেপির আশানুরূপ ফল হয় না। যার প্রভাব দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে। সেখানে মোদীকে মুখ করেও লক্ষ্যে পৌঁছতে পারেনি বিজেপি। যদিও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির কোনও মুখ না থাকলেও RSS ময়দানে নামায় অভূতপূর্ব ফল করেছে বিজেপি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)