• বাসের সংখ্যা আরও বাড়বে, জানালেন পরিবহনমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ০৯ জানুয়ারি ২০২৫
  • নিজের দপ্তরে বসে নয়, শহর কলকাতার পরিবহনের হাল বুঝতে ফের পথে নামলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তবে এবার কোনো পরিকল্পিত সূচি অনুযায়ী নয়, বুধবার এসএসকেএম-সহ একাধিক হাসপাতালের সামনে একেবারে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন পরিবহনমন্ত্রী। হাসপাতাল সংলগ্ন রুটের ক্ষেত্রে অতিরিক্ত ৭২টি সরকারি এবং বেসরকারি বাস বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

    এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানিয়েছেন, এনআরএস-সহ একাধিক হাসপাতাল সংলগ্ন রুটে বাসের সংখ্যা বাড়িয়ে ৫৫০ থেকে ৭৩৪টি করা হয়েছে৷ বাসের হয়রানি মেটাতে বাস ট্রিপের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৪১০০টি। মন্ত্রীর ভাষায়, ‘বাস চালক এবং কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে। গঙ্গাসাগর মেলার পরে আরও বাসের সংখ্যা বৃদ্ধি পাবে বিভিন্ন রুটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ শোনা হয়েছে। আমরা ইতিমধ্যেই সমস্যা সমাধানে প্রয়সী হয়েছি। সমস্ত দিক বিচার করে প্রয়োজনে পরবর্তী সময়ে বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।’ এদিন ঘন্টার পর ঘন্টা পথে দাঁড়িয়ে থেকেই পরিস্থিতির পর্যবেক্ষণ করেন মন্ত্রী এবং সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। মন্ত্রীর উপলব্ধি, আন্দুল এবং আমতাতে সরকারি বাস প্রায় নেই। সেখানেও বাস বাড়ানো হবে বলে জানান মন্ত্রী।

    বাসের সংখ্যা বৃদ্ধি করে যাত্রীদের মুশকিল আসান হলেও যাত্রী নিরাপত্তা এখনও প্রশ্নের মুখে। এ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, ‘দেশের যে কোনো মেট্রোপলিটন শহরের তুলনায় কলকাতায় বাস দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কম। আমরা সড়ক দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে চাই। সেই লক্ষ্যে যাত্রীসাথী মোবাইল অ্যাপ চালু করার পথে হাঁটছি আমরা। এর মাধ্যমে আমরা সংশ্লিষ্ট বাসচালক কোন রুটে কত বেগে বাস চালাচ্ছেন তা ট্র্যাক করতে পারবো।

    বেসরকারি বাস সংগঠনকেও এর আওতায় আনার প্রয়াস চলছে। যাত্রীসাথীর সম্পূর্ণ বাস্তবায়নে বেশি সময় লাগবে না।’ তাঁর আরও সংযোজন, ‘কিছু বাস একেবারেই খারাপ অবস্থায় রয়েছে। আমরা সেগুলি সম্পূর্ণ সারিয়ে ফের পথে নামানোর ব্যবস্থা করছি।’ প্রসঙ্গত, দিন দুয়েক পূর্বেই ধর্মতলা এবং অফিস পাড়া অর্থাৎ সেক্টর ফাইভ এলাকা পরিদর্শন করেছিলেন মন্ত্রী। এবার তাঁর নজরে এসএসকেএম হাসপাতাল এলাকা। উল্লেখ্য, সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠকে গণপরিবহন পরিষেবার বর্তমান পরিস্থিতির তথ্য তুলে পথে নেমে তা পর্যবেক্ষণের নির্দেশ পরিবহনমন্ত্রীকে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মাঠে ময়দানে নেমে আমজনতার অভাব-অভিযোগ শুনে তার সমাধানের পথে হাঁটছে পরিবহন দপ্তর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)