• প্রবল তুষারপাতে বন্ধ সিকিমের অধিকাংশ পর্যটনকেন্দ্র
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: ব্যাপক তুষারপাতে বন্ধ হয়ে গেল সিকিমের অধিকাংশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত কয়েক দিন ধরেই উত্তর ও পূর্ব সিকিমে হাল্কা থেকে মাঝারি তুষারপাত চলছিল।

    মঙ্গলবার রাত থেকে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। তুষারপাত হয় দার্জিলিং জেলার সান্দাকফু এবং ফালুটেও। এই প্রতিকূল পরিস্থিতিতে বুধবার ছাঙ্গু, নাথুলা ও বাবা মন্দিরের পারমিট ইস্যু করা হয়নি।

    একই ভাবে পর্যটকদের এ দিন জুলুক পর্যন্ত যেতে দেওয়া হলেও নিরাপত্তার কারণে থাম্বি ভ্যালির পারমিট দেওয়া হয়নি। লাচুং থেকে পর্যটকদের ইয়ুমথাং পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়। জিরো পয়েন্টে কোনও পর্যটককে যেতে দেওয়া হয়নি। লাচেনেও গুরুদোঙমা লেকে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

    সেনা সূত্রে জানা গিয়েছে, প্রবল তুষারপাতের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রচণ্ড বরফ পড়ছিল বলে পর্যটক এলাকায় ব্ল্যাক আইস সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল। সেই বিপদ যাতে না ঘটে, সেই কারণে এ দিন পারমিট নিয়ন্ত্রণ করা হয়েছে। ১১ জানুয়ারি ফের তুষারপাতের সম্ভবনা রয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখা সূত্রে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)