মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন।
বিতর্কের সূত্রপাত কোথায়?
সম্প্রতি তারক বর্মনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শান্তিপুর হাসপাতালে প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত এক মহিলা চিকিৎসক। তাঁর অভিযোগ, হাসপাতালের সুপার তাঁর উপর মানসিক নির্যাতন করছেন। ‘দ্বিতীয় অভয়া বানিয়ে দেবো’ বলে হুমকিও দেওয়া হয় তাঁকে, দাবি ছিল ওই চিকিৎসকের।
যদিও সেই যাবতীয় দাবি অস্বীকার করেছিলেন চিকিৎসক তারক বর্মন। তারকের পাশে দাঁড়িয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস দাবি করেছিলেন, ওই মহিলা চিকিৎসক মানসিক রোগের ওষুধ খান। তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হলেও কোনও আপত্তি নেই বলে জানিয়েছিলেন তিনি।
কী বললেন অর্চনা মজুমদার?
ইতিমধ্যেই ঘটনাটি নজরে এসেছে জাতীয় মহিলা কমিশনেরও। বৃহস্পতিবার হাসপাতালে যান কমিশনের সদস্য এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। তিনি বলেন, ‘হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। পরিকাঠামোও খতিয়ে দেখেছি। নার্সদের সুরক্ষা আমাদের প্রাথমিক উদ্বেগের জায়গা। একজন অভিযোগ তুলেছেন। অভিযুক্ত তা অস্বীকার করেছেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজেও মহিলার অভিযোগের স্বপক্ষে কোনও ফুটেজ নেই। ওই চিকিৎসকের সঙ্গেও দেখা করেছি। তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি বলে অভিযোগ উঠেছে।’
তাঁর সংযোজন, ‘স্বাস্থ্য দপ্তরও এই ঘটনার তদন্ত করছে। আমিও একটি বিস্তারিত রিপোর্ট জমা দেব আমার দপ্তরে।