• ফালাকাটা শহরে তাণ্ডব দলছুট দুই হাতির, জঙ্গলে ফেরানোর চেষ্টায় বন দপ্তর...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের হাতির তাণ্ডব। তবে এবার শহরে। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে ঢুকে পড়ল দুটি দলছুট হাতি। দাঁতাল হাতি দুটি ফালাকাটা শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বর্তমানে ফালাকাটা সুভাষপল্লী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি দুটি। ঘটনার খবর পাওয়ার পরই বন দপ্তর এলাকায় পৌঁছে হাতি দুটিকে শহর থেকে বাইরে বের করার চেষ্টা করছে। ফালাকাটা থানার পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। 

    প্রসঙ্গত, বুধবার রাতে ফালাকাটার বংশীধরপুর গ্রাম হয়ে হাতির দলটি চলে আসে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পারপাতলাখাওয়া গ্রামে। তবে এই গ্রামগুলিতে অধিকাংশ জমির ধান কাটা হয়ে গিয়েছে। ফলে সেখানে কোনও খাবার না মেলায় হাতির দলটি পারপাতলাখাওয়া গ্রাম অতিক্রম করে মেজবিলে ঢুকে পড়ে। আর সেখানেই রণজিৎ মণ্ডলের সবজি ক্ষেতে হামলা চালায় হাতিগুলি। ফুলকপি ও বেগুনের ক্ষেত হাতির তাণ্ডবে তছনছ হয়ে যায়। এমনকি ওই ব্যক্তির রান্নাঘরের বেড়াও ভাঙে হাতির দলের তাণ্ডবে। এরপর গোয়ালঘরের টিনের বেড়া ভেঙে ধানের বস্তা বের করার চেষ্টা করে হাতির দল। এরপর হাতির দলটি সেখান থেকে চলে যায় গুদামটারি এলাকায়। সেখানকার রাজেন্দ্র নার্জিনারির কলা বাগানে ঢুকে বেশ কিছু গাছ ভেঙে দেয় হাতিগুলি। এছাড়াও গোপীনাথ সরকারের ধান ক্ষেতেরও ক্ষতি করে। মাঝরাতে এভাবে হাতি ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামগুলিতে। ফালাকাটার গার্লস হাইস্কুলের দেওয়াল ভেঙে দেয় হাতি দুটি। তারপর ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে বলে খবর। এদিকে হাতির আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হয় ফালাকাটা নম্বর টু এস পি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে তাড়া খেয়ে ফালাকাটার সুভাষপল্লি এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে হাতি দুটি।

    তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে নিয়মমাফিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)