আজকাল ওয়েবডেস্ক: ত্রাণের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ভবানীভবনে ডেকে পাঠাল রাজ্য পুলিশ। হাজিরা দিতে অর্জুন আজ, বৃহস্পতিবার ভবানীভবনের উদ্দেশে পাড়ি দিয়েছেন।
ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে এবার রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানীভবনে তলব করা হল। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং গোয়েন্দা তলবে বৃহস্পতিবার জগদ্দলের নিজের বাসভবন থেকে ভবানীভবনের উদ্দেশে রওনা দিলেন।
প্রসঙ্গত, একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তাঁর পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারংবার পুলিশি নোটিশ পাঠানো হচ্ছে। তবে এ বিষয়ে জানা গেছে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন। সেই অভিযোগের তদন্তে এদিন তাঁকে ভবানীভবনে ডাকা হয়েছে।
সেই পরিপ্রেক্ষিতে আজ তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার সময় প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, 'রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার আমাকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে।' তিনি বলেন, 'চেয়ারম্যান রিফান্ডের টাকা থেকে অনেক সময় গরিব মানুষের সাহায্য করা হয়েছে। এমনকী মমতা ব্যানার্জির সরকার যখন কর্মীদের বেতন দিতে পারত না, চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে। বারবার ভবানীভবনে ডেকে গাড়ির তেল, আর সময় নষ্ট করা হচ্ছে। এবার আমাকে সুপ্রিম কোর্টে যেতে হবে।'