• তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি, আগ্নেয়াস্ত্রর ছবি দেখিয়ে পাঠানো হল অডিওবার্তা ...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবার তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি দেওয়া হল অডিওবার্তায়। বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকছার মণ্ডলকে অডিওবার্তায় হুমকি দেওয়া হয় খুনের। সঙ্গে পাঠানো হয় একটি আগ্নেয়াস্ত্রের ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

    খুনের হুমকি পেয়ে, স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন পঞ্চায়েত প্রধান। এ বিষয়ে তিনি ইতিমধ্যেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে জানিয়েছেন। তাঁর সম্মতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান আকছার। পাশাপাশি ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। 

    বৃহস্পতিবার সকালেই আকছার মণ্ডল ক্যানিং থানায় এসেছেন। আইসির সাথে দেখা করে সমস্ত বিষয়টা জানিয়েছেন তিনি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার পিছনে কে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)