• লাইনের উপর উল্টে গেল পিকআপ ভ্যান, ধূপগুড়িতে আধঘণ্টা দাঁড়িয়ে রইল রাজধানী এক্সপ্রেস...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তাড়াহুড়ো করে লাইন পার হতে গিয়ে রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান। এর ফলে আধঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে রইল রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার এনএন৩৬ নম্বর রেলগেটে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। ঠিক সেই সময় আচমকা দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার হওয়ার চেষ্টা করে। তখনই রেলগেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় ভ্যানটি। রেলগেট থেকে কিছুটা দূরে আপৎকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেন চালক। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রইল রাজধানী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেবন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, জিআরপি-সহ ধূপগুড়ি স্টেশন সুপার। ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যায়। আরপিএফ এবং সাধারণ মানুষের সহযোগিতায় রেললাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আরও বড় দুর্ঘটনা করতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন সকলে। রেল সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটির চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • Link to this news (আজকাল)