• কথার জালে জড়িয়ে পড়লেন প্রাক্তন পুলিশকর্তা, গচ্চা গেল ১১ লক্ষ টাকা ...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবার সাইবার প্রতারকদের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন পদস্থ আধিকারিক। লক্ষাধিক টাকা খুইয়ে দ্বারস্থ হয়েছেন বিধাননগর পুলিশের কাছে। ঘটনায় গ্রেপ্তার দু'জন। 

    এবিষয়ে পুলিশের একটি সূত্র জানায়, লেকটাউন এলাকার বাসিন্দা কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি প্রাণকৃষ্ণ ঘাটা গত ২৬ নভেম্বর লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তাঁকে একটি ফোন কলে এক ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেয়। কিছুক্ষণ কথা বলার পর ফোনের অপর প্রান্তের ব্যক্তি প্রাক্তন পুলিশ কর্তাকে তাঁর কেওয়াইসি আপডেট করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। 

    কথার চাতুরিতে ভুলে প্রাক্তন পুলিশকর্তা অ্যাপটি তাঁর ফোনে ডাউনলোড করেন। এরপরেই তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১১ লক্ষ টাকা তাঁর অপরিচিত একটি অ্যাকাউন্টে চলে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। তদন্ত চালাতে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত শুভ্রাংশু মাজি এবং অর্কপ্রভ রায়চৌধুরী নামে দুই অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তার সন্ধান করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)