খুনের মামলায় আগেই গ্রেপ্তার, এবার দল থেকেও বহিষ্কার করা হল তৃণমূল নেতাকে...
আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এবার দল থেকে বহিষ্কার করা হল নরেন্দ্রনাথ তিওয়ারিকে। বৃহস্পতিবার মালদা জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথ ওরফে নন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের পিছনে সেই মূল চক্রী বলে অভিযোগ। নরেন্দ্রনাথ মালদার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন।
এদিন জেলা তৃণমূল সভাপতি বলেন, 'এই খুনের মামলার তদন্তে পুলিশ ইতিমধ্যেই নরেন্দ্রনাথ তিওয়ারিকে মাস্টারমাইন্ড বলে দাবি করেছে। আরেক অভিযুক্ত স্বপন শর্মা সমস্ত ঘটনার নেপথ্যে ছিল। সেজন্যই এই দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলের সিদ্ধান্ত অনুযায়ী নরেন্দ্রনাথকে বহিষ্কার করা হল। শীঘ্রই ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতির পদটি পূরন করা হবে। নরেন্দ্রনাথ গত একবছর ধরে দলীয় কাজে নিষ্ক্রিয় ছিল।'
গত ২ জানুয়ারি মালদায় নিজের এলাকায় খুন হন দুলাল। তাড়া করে একটি দোকানে ঢুকে তাকে খুন করে দুষ্কৃতীরা। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সরাসরি জেলা পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় খুনের সঙ্গে জড়িতদের। তাদের জেরা করে এবং অন্যান্য বিভিন্ন দিক খতিয়ে দেখে নরেন্দ্রনাথকে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দীর্ঘ জেরার পর শেষপর্যন্ত খুনের পিছনে নরেন্দ্রনাথই যে মূল মাথা সেবিষয়ে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়াও ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, আইএনটিটিইউসি'র জেলা সভাপতি শুভদীপ সান্যাল, কাউন্সিলর গৌতম দাস, কাকলি চৌধুরী প্রমুখ।