• ছাগল চড়াতে গিয়ে ভবঘুরের ধর্ষণের শিকার নাবালিকা, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাঠে ছাগল চড়ানোর সময় এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ মুর্শিদাবাদের নবগ্রাম থানার শাওড়াডাঙ্গা নতুনপাড়া গ্রামে।

    গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা ওই নাবালিকা বর্তমানে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ মোহন হাঁসদা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওই নাবালিকা নিজের বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠে ছাগলের জন্য ঘাস কাটছিল। সেই সময় চুপিসারে ওই মাঠে গিয়ে উপস্থিত হয় মোহন। অভিযোগ, এরপর ওই প্রৌঢ় ওই নাবালিকার হাত পা মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। 

    ঘটনার সময় আশেপাশের এলাকায় আরও বেশ কয়েকজন মাঠে চাষবাসের কাজ করছিলেন। ওই নাবালিকার চিৎকারের শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং নাবালিকাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার পরিবারের তরফে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়িতে কেউ নেই। সে ভবঘুরের মতো দিন কাটায় বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (আজকাল)