• জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত পুলিশ কর্তাও? চাঞ্চল্যকর তথ্য
    আজ তক | ০৯ জানুয়ারি ২০২৫
  • ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে যত গভীরে যাওয়া হচ্ছে, ততই তদন্তকারীদের সামনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার নয়া তথ্য উঠে এল তদন্তকারী আধিকারিকদের হাতে। ঘটনায় ধৃত সমরেশ বিশ্বাসের সঙ্গে আবদুল হাইয়ের যোগের পাশাপাশি এবার মনোজ গুপ্তর সঙ্গেও আবদুলের যোগ সূত্র পেল পুলিশ। সূত্রের খবর,পাসপোর্ট চক্র ধৃত অন্যতম কিংপিন মনোজ গুপ্তের সঙ্গে ধৃত প্রাক্তন পুলিশ কর্মী আবদুল হাইয়ের সরাসরি যোগ ছিল। 

    জানা যাচ্ছে, অন ডিউটি নয়, ডিউটি সেরে মাঝেমধ্যেই মনোজের হরিদেবপুরের বাড়িতে পৌঁছে যেতেন আবদুল। সেখানে আবদুল হাই এবং মনোজের উপস্থিতিতেই চলত পাসপোর্ট ভেরিফিকেশনের যাবতীয় কাজ। এমনকী সই করা থেকে শুরু করে টাকার লেনদেন, সবটাই চলত ওই বাড়িতে। তদন্তকারীদের সূত্রে খবর, এখানেই শেষ নয়, মনোজের বাড়িতে আবদুলকে পৌঁছে দিত SCO ডিপার্টমেন্টে এক হোমগার্ড। সেক্ষেত্রে এই চক্রে জড়িত সন্দেহে এসসিও ডিপার্টমেন্টের আরও কয়েকজনকে আতশকাচের তলায় রাখছেন তদন্তকারীরা।

    প্রসঙ্গত, জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলে থেকে পুলিশের এক প্রাক্তন সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জেরা করে মঙ্গলবার সিঙ্গুর থেকে দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।   হাওড়ার টিকিয়াপাড়া থেকেও গ্রেফতার করা হয় আরও দুজনকে। ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

    এর আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই চক্রের কিংপিন মনোজ গুপ্ত। লক্ষ লক্ষ টাকার ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। এই সন্দেহ থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশ। শহর ও শহরতলির একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা। তারপরই পুলিশের জালে ধরা পড়েন মনোজ। ধৃতকে জেরা করেই অশোকনগর থেকে গ্রেফতার করা হয় পুলিশের প্রাক্তন এসআই আবদুল হাইকে। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন।

    সংবাদদাতা- রাজেশ সাহা
  • Link to this news (আজ তক)