রাজ্যের আবহাওয়া ক্রমশ বদলাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির মধ্যেই শীতের প্রকোপ আরও বাড়বে। আগামী কয়েকদিনে রাজ্যে পারদ আরও কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কলকাতায় বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। রাতের দিকে শহরের কিছু অভ্যন্তরীণ অঞ্চলে তা আরও ১ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় হাওয়া থাকার কারণে কনকনে ঠান্ডার অনুভূতি বজায় থাকবে।
তবে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই শীতের আবহ খুব বেশিদিন স্থায়ী হবে না। সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। এর ফলে পারদ আবার ঊর্ধ্বমুখী হতে পারে। যদিও এই উষ্ণতা সাময়িক এবং বৃষ্টিপাতের দীর্ঘস্থায়ী পূর্বাভাসও নেই।
উত্তরবঙ্গের আবহাওয়াও একইভাবে শীতল। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমেছে। দার্জিলিংয়ে মঙ্গলবার এবং বুধবার তুষারপাতের ফলে সমতলেও ঠান্ডার প্রভাব আরও বেড়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের সান্দাকফু এলাকায় তুষারপাত ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
পাহাড়ি এলাকাগুলিতে ঠান্ডার প্রকোপে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা শীতের পরিবেশ উপভোগ করছেন। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকায় জনজীবনে খুব একটা প্রভাব পড়ছে না।
সামগ্রিকভাবে, রাজ্যে শীতের আমেজ এখনও বজায় রয়েছে। তবে আগামী কিছুদিনে তাপমাত্রার ওঠা-নামার ফলে শীতের প্রকোপে সাময়িক পরিবর্তন দেখা যেতে পারে। স্থানীয় বাসিন্দারা ও পর্যটকেরা এই শীতের আবহকে যথাযথ উপভোগ করছেন।