• দুর্গাপুরে গ্রেপ্তার সশস্ত্র ৫ জন দুষ্কৃতী
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর: ডাকাতির ছক বানচাল। সশস্ত্র ৫ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুরের কোকওভেন এলাকায়। পুলিস সূত্রে খবর, ধৃত ৫ দুষ্কৃতী হল রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শাহ এবং বিজয় শাহ। এরা সকলেই বিহারের বাসিন্দা। অন্যজনের নাম দীপক দাস। তার বাড়ি উত্তর ২৪ পরগনার। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল, একটি নাইন এমএম পিস্তল এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। আজ, বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ৭ দিনের পুলিসি হেফাজতে চাওয়া হয়। তদন্তকারীরা জানিয়েছেন, এই ডাকাত দলটি গত বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে। তারপর সেখান থেকে ডাকাতির উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে যায়। সেখানে ওই দুষ্কৃতী দলের সাথে দেখা করার কথা ছিল আরেক দুষ্কৃতীর। কিন্তু ওই দুষ্কৃতী না আসায় তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরমধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিসের একটি দল অকুস্থলে পৌঁছায়। তাদের পাকড়াও করতে যায়। তখনই শুরু হয় ধস্তাধস্তি। পরে কোকওভেন থানার বিশাল পুলিস বাহিনী সেখানে পৌঁছে ওই সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)